সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৪ আশ্বিন ১৪৩২ ।। ৭ রবিউস সানি ১৪৪৭


ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ফরিদপুর-৪ এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল ও মতবিনিময় করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার নুরুন্নাগঞ্জ ইউনিয়নের বাড়রা বটতলা বাজার, তাতীবাজার, তুজারপুর বাজার, নাসিরাবাদের বালিয়াহাটি বাজার, তুজারপুর ইউনিয়নের উচাবাড়ি বাজারে এ গণসংযোগ করা হয়। এর আগে গতকাল শনিবার বিকেল ৫টায় ফুকুরহাটিগ্রামের ক্বারী সাহেবের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে  গণসংযোগ কালে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালীউল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মো. মোশাররফ হোসেন, সহ সভাপতি হাফেজ মাওলানা মো. মাহবুবুল হক, সহ সাধারণত সম্পাদক হাফেজ মো. লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক ও ইসলামিক সংগীত শিল্পী মাওলানা হেলাল উদ্দীন আবরার, পৌর সাধারণ সম্পাদক মাহমুদুল হক, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম মাতুব্বর,

নুরুন্নাগঞ্জ ইউনিয়নের সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ক্বারী মো. সেলিম, হামিরদী ইউনিয়নের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান আসিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, "উপজেলার বিভিন্ন এলাকায় (ভোটারদের) মানুষের সাথে মতবিনিময় (গণসংযোগ) করে বুঝতে পারলাম, তারা (ভোটারগণ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক মুখ, ইসলামিক দল দেখতে চান। আমাদের আমির আল্লামা মামুনুল হক সাহেব আমাকে শুধু নির্বাচনে ফরিদপুর-৪ এর জন্য মনোনীতই করেননি, তিনি আমাকে আগামী ৫ বছরের জন্য আপনাদের খেদমত করার জন্যও দায়িত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, "আমাদের সাথে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো, ইনশা আল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ