বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ।। ৯ আশ্বিন ১৪৩২ ।। ৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লার দারুল উলূম সাতবাড়িয়ার ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা শুরু জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে অবস্থান তুলে ধরুন: ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ইসলাহী জোড় শুরু ১৩ নভেম্বর  ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা  হাসিনা পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৪৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ চুরি হওয়া তহবিল উদ্ধার ও চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণে সহায়তার আহ্বান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য টিকবে না : মাওলানা আবদুল হালিম হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শনিবার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে : খেলাফত মহাসচিব কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস 

আঞ্জুমানে হেফাজতে ইসলামের শুরা অধিবেশন সম্পন্ন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ ফিরোজী 

প্রাচীন অরাজনৈতিক দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ যোহর সিলেট মৌলভীবাজারের শেখবাড়ী জামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

আমীরে আঞ্জুমান, পীর সাহেব বরুণা আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মুফতি শেখ সাদ আহমাদ আমীন বর্ণভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শুরার সদস্যবৃন্দ। 

অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন পীর সাহেব বরুণা। তিনি বলেন, আঞ্জুমান হেফাজতে ইসলাম বাংলাদেশ কোন রাজনৈতিক সংগঠন নয়। এটি অরাজনৈতিক, আধ্যাত্মিক ও দাওয়াতি সংগঠন। আমাদের লক্ষ্য হলো, দ্বীনের খেদমত, মুসলিম সমাজকে সুন্নাহভিত্তিক পথে পরিচালিত করা এবং ইসলামবিরোধী অপতৎপরতা মোকাবিলা করা। 

এই শুরা অধিবেশনে উপস্থিত ছিলেন মাওলানা আবদাল হোসেন খান, মাওলানা হাসান নূরী, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা রশীদ আহমদ হামিদি, মুফতি আব্দুল লতীফ ফারুকী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি মুজিবুর রহমান চাঁটগামী, মাওলানা ইমদাদুর রহমান কাটারাই, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী, মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, আরশাদ আলী গাজী, মুফতি লিয়াকত আলী, মাওলানা আব্দুল কাদের বাঘরখালী, মুফতি কামরুজ্জামান হাকিমী, শায়খ আব্দুল খালিক চলিতাতলী, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান প্রমুখ। 

আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে আঞ্জুমানের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা। আলেমদের মাঝে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি দৃঢ় করণে পদক্ষেপ গ্রহণ করা। তরুণ সমাজকে ইসলামী সংস্কৃতির সঙ্গে যুক্ত করা। ইসলামবিরোধী প্রচারণা মোকাবিলায় গবেষণামূলক প্রকাশনা চালু করা। আঞ্জুমান ঘোষিত ত্রি-বার্ষিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। আগামী ১১ অক্টোবর আঞ্জুমানের উদ্যোগে 'ইসলাহী জোড়' বাস্তবায়নে সর্বত্র দাওয়াত পৌঁছে দেওয়া। 

অধিবেশন শেষে আমীরে আঞ্জুমান পীর সাহেব বরুণা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ