সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৪ আশ্বিন ১৪৩২ ।। ৭ রবিউস সানি ১৪৪৭


শিক্ষকদের শূন্য পদের তালিকা চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি মাদরাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৪ সালে জারিকৃত এক স্মারকের আলোকে বদলি নীতিমালা-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিদফতর থেকে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমইএমআইএস (MEMIS) সফটওয়্যারের মাধ্যমে শূন্য পদের তথ্য পাঠাতে হবে। এজন্য অনলাইনে তথ্য প্রেরণের লিংক ও ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে। শূন্য পদের তথ্য প্রেরণের লিংক: dme.memis.gov.bd (ইউজার ম্যানুয়াল সংযুক্ত)।

DME Transfer

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ