বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক নেত্রকোনা-৩ আসন (আটপাড়া-কেন্দুয়া) থেকে মাওলানা আজিজুর রহমানকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৫ বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ আগস্ট) আটপাড়ার মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দুয়ার দায়িত্বশীলদের সৌজন্য সাক্ষাৎ করেন। এ উপলক্ষে কেন্দুয়া মডেল মসজিদে এক বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সাংগঠনিক উন্নয়ন, মাঠ পর্যায়ের কার্যক্রমের পর্যালোচনা এবং আসন্ন নির্বাচনে দলের কৌশল নিয়ে আলোচনা হয়। সবশেষে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান গুরুত্বপূর্ণ নসিহাত প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন— সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান (আটপাড়া), মাওলানা শরিফুজ্জামান জিহাদী, মাওলানা শফীকুর রহমান, মুফতী শফীকুর রহমান, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা সুহাইল, হাফেজ রফীকুল ইসলাম সোহেল, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমএইচ/