জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “জাতীয় নির্বাচন নয়, প্রথমে প্রয়োজন সংবিধান সংশোধন। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার করে তবেই জাতীয় নির্বাচন হোক। অথচ অনেকেই কেবল জাতীয় সংসদ নির্বাচনের দিকেই ঝুঁকছে।”
তিনি বলেন, “এসব বিষয়ে সরকারকে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে আসতে হবে, যাতে যথাসময়ে গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।”
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন আরও বলেন, “বাংলাদেশের সংবিধান, বিচারব্যবস্থা ও প্রশাসনসহ বিভিন্ন খাতে যেসব প্রয়োজনীয় সংস্কারের আলোচনা উঠেছে, সেগুলোর পক্ষে জনমত তৈরি করতেই এনসিপি মাঠে কাজ করছে। আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।”
তিনি জানান, গণপরিষদ নির্বাচন, কাঠামোগত সংস্কার এবং বিচার ব্যবস্থাকে দৃশ্যমান উন্নয়নের লক্ষ্যে এনসিপি কাজ করছে। সরকার যেসব সংস্কার কার্যক্রমের কথা বলেছে, সেগুলো বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণে জনচাপ সৃষ্টি করাও তাদের লক্ষ্য।
আখতার হোসেন বলেন, “সরকার নির্বাচনের যে সময়সীমা দিয়েছে, তা মানা সম্ভব — তবে তার আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, বিচারিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলা। এসব নিশ্চিত না করে নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না।”
এদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে আখতার হোসেন রংপুর-৪ আসনের কাউনিয়া উপজেলার চর গোনাই, হারাগাছ, সারাই এবং পীরগাছার দেউতি এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন এনসিপির রংপুর মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
এমএইচ/