আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপত্তি নেই জানালেও, এখনো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, “আমাদের দাবি বাস্তবায়ন নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান মূসা।
হামিদুর রহমান আযাদ বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সবার মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। পাশাপাশি নির্বাচনে সন্ত্রাস ও অনিয়ম বন্ধ করতে সংখ্যানুপাতিক (PR) ভোট পদ্ধতি চালুর দাবি জানানো হয়েছে। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার অনেকে চায়নি, কিন্তু দেশের কল্যাণে PR পদ্ধতির নির্বাচন হওয়া জরুরি। জনগণ চাইলে এ দাবি মানতেই হবে। এই দাবিকে সামনে রেখে আমরা মাঠে থাকব এবং নির্বাচন প্রস্তুতিও নেব।”
সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি কিছু না জানালেও বলেন, “ফেয়ার ইলেকশন নিশ্চিত করার জন্য আমরা সবসময় আন্তরিক। আমরা মনে করি পিআর পদ্ধতিই সবচেয়ে কল্যাণকর এবং সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এতে ভোটারদের মতামতের যথাযথ প্রতিফলন ঘটবে।”
তিনি আরও জানান, জামায়াত সব সময় গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিয়েছে এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। এবারও তিনশ আসনে প্রার্থী দিয়ে জনগণের কাছে যাবে এবং জনমত গঠনের কাজ চালিয়ে যাবে।
উল্লেখ্য, এর আগে গত রোববার বিএনপি প্রতিনিধি দলও নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।
এমএইচ/