বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বুধবার (২০ আগস্ট) নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে জুলাই আন্দোলনের সময় ঢাকার গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

দুপুরে কারাগার থেকে হাজতখানায় হাজির করা হয় সিদ্দিককে। তাকে পিছমোড়া করে বেঁধে হাতকড়া দিয়ে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই পারভেজ বেপারী বন্ধুদের সঙ্গে গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনে অংশ নেন। জুমার নামাজের পর ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

এর আগে, ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় সিদ্দিককে কিছু যুবক আটক করে রমনা মডেল থানায় সোপর্দ করেন। পরদিন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রিমান্ড শেষে ৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ