বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই থানা মজলিসের শুরার অধিবেশন আজ (১৬ জুলাই রোজ বুধবার) বাদ জোহর কালামপুর বাইতুল মামুর জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে সভাপতি নির্বাচিত হন মুফতি সানাউল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মুফতি সালাউদ্দিন।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাওসার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু সাঈদ জিহাদী, ঢাকা জেলা উত্তরের প্রচার সম্পাদক মুফতি আবুল কাসেম জুলহাস, সহ বাইতুল মাল সম্পাদক এম এ ইউসুফ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই পৌর সভার সভাপতি মুফতি রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মুফতি শাকিল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএইচ/