গোপালগঞ্জে এনসিপি কর্মসূচীতে ও নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
গণমাধ্যমে প্রেরীত তাৎক্ষণিক এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গোপালগঞ্জে আজকের হামলায় জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, এনসিপির পূর্বঘোষিত পদযাত্রার এই কর্মসূচিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন প্রকার উদাসীনতা আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। দেশের মানুষ ফ্যাসিবাদ ও তার দোসরদের এমন আস্ফালন দেখতে মোটেই প্রস্তুত নয়।
যে কোন মূল্যে জাতীয় ঐক্য অটুট রাখার প্রতি গুরুত্বারোপ করে জমিয়ত মহাসচিব বলেন, আজকের ঘটনাকে হালকা করে দেখা হলে ভবিষ্যতে পরাজিত শক্তি পুনর্বাসিত হতে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে।