রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত জাতীয় প্রেসক্লাবে মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ে গোলটেবিল আলোচনা পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১২ কোটি টাকা ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব

সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে দেশের ইসলামি রাজনীতির অন্যতম সংগঠন খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

আজ ( শুক্রবার ১১ জুলাই ) , বিকেল ৫টায়, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা, ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খাঁন। 

ঘোষিত তালিকায় দেখা যায়, সুনামগঞ্জ জেলায় ৫ টি আসনে মনোনীত করা হয়, সুনামগঞ্জ-১ এডভোকেট মোহাম্মদ ফজর আলী, সহ সভাপতি, সিলেট জেলা। সুনামগঞ্জ-২ সাখাওয়াত হোসেন মোহন, সিনিয়র সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ-৩ শেখ মুশতাক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক, যুক্তরাজ্য সাউথ শাখা। সুনামগঞ্জ-৪ মাওলানা আমিরুল ইসলাম, সহ সেক্রেটারি, লুটন শাখা, যুক্তরাজ্য। সুনামগঞ্জ-৫ হাফিজ মাওলানা আবদুল কাদির, সহ সভাপতি, যুক্তরাজ্য সাউথ শাখা-কে। 

এছাড়া সিলেটে ৬ টি আসনে মনোনীত করা হয় , সিলেট-১ হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সভাপতি সিলেট মহানগর। সিলেট-২ মুহাম্মদ মুনতাসির আলী, যুগ্ম মহাসচিব সিলেট-৩ মাওলানা দিলওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, সিলেট জেলা। সিলেট-৪ মুফতী আলী হাসান উসামা, কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক। সিলেট-৫ মুফতী আবুল হাসান, উপদেষ্টা সিলেট জেলা।সিলেট-৬ মাওলানা সাদিকুর রহমান, সভাপতি যুক্তরাজ্য সাউথ শাখা-কে।

মৌলভীবাজারে ৪টি আসনে মনোনীত করা হয়, মৌলভীবাজার-১ মাওলানা লুকমান আহমদ, সহ সভাপতি, কাতার শাখা। মৌলভীবাজার-২ অধ্যক্ষ সাইফুর রহমান খোকন। মৌলভীবাজার-৩ মাওলানা আহমদ বিলাল। মৌলভীবাজার-৪ মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ।

হবিগঞ্জে ৪ টি আসনে মনোনীত করা হয় , হবিগঞ্জ-১ মাওলানা আবদুল কাইয়ূম জাকি, সহ সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ-২ মাওলানা আবদুল বাছিত আজাদ, আমীরে মজলিস।হবিগঞ্জ-৩ এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ-৪ ড. আহমদ আবদুল কাদের, মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ, মহাসচিব, ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা: এ এ তাওসীফ সহ কেন্দ্রীয় এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ