সন্তানদের কেবল বই-পুস্তকের জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়; তাদের নৈতিকভাবে দৃঢ়, চরিত্রবান ও সমাজ-দেশের জন্য কল্যাণকামী নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। এজন্য অভিভাবক ও মাদরাসা উভয়ের সম্মিলিত দায়িত্ব পালন অপরিহার্য বলে মন্তব্য করেছেন আরজাবাদ মাদরাসার মুহতামিম ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসা মিলনায়তনে আয়োজিত ১৪৪৬-৪৭ হিজরি (২০২৫-২৬ খ্রিস্টাব্দ) শিক্ষাবর্ষের ছাত্র-অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, অভিভাবক সম্মেলনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী, অভিভাবক ও মাদরাসার মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন তৈরি করা। শিক্ষা ও চরিত্র গঠনের এ মহৎ কাজে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সম্মেলনে জামিয়ার নাযেমে তালিমাত ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুছ তালুকদার, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আনওয়ার হোসাইন গোপালগঞ্জী, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা আনোয়ার জামশেদ, মাওলানা বশির আহমদ, মাওলানা রহমতে এলাহী আরমান ও মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যমান উন্নয়ন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, নৈতিকতা ও আচার-আচরণের উৎকর্ষ এবং জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। তারা জোর দিয়ে বলেন, ইসলামি শরিয়ার আলোকে আদর্শ মানুষ গড়ে তুলতে শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
সম্মেলনে অংশগ্রহণকারী অভিভাবকরা সন্তানদের উন্নত শিক্ষা ও চরিত্র গঠনে জামিয়ার উদ্যোগকে স্বাগত জানান। তারা মাদরাসার প্রতি পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএইচ/