রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিকহি জগতের উজ্জ্বল নক্ষত্র, দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদিস ও নায়েবে আমিরুল হিন্দ মুফতি সাইয়েদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন। দীর্ঘ তিন বছর পর তার এ সফরকে ঘিরে কওমি মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৩টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সফর শুরু হবে সিলেট থেকে, যেখানে তিনি জামিয়াতুশ শাইখ আসআদ মাদানীতে ইসলাহি মাহফিল ও দুআয় অংশ নেবেন। ১১ ও ১২ সেপ্টেম্বর সিলেটের বিভিন্ন ইসলামী জলসায় তিনি অংশগ্রহণ করবেন।

১৩ সেপ্টেম্বর শনিবার ঢাকায় আসবেন মুফতি মানসুরপুরী। সকালে আফতাব নগর মুনাজ্জাম মাদানি মক্তবে ইফতেতাহী অনুষ্ঠান, মাদরাসাতু সালমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, এবং বিভিন্ন মাদরাসা সফরের পর রাতে সিদ্ধিরগঞ্জের হজরত বেলাল হাবশী মাদরাসা কমপ্লেক্স ও মাদানী নগর মাদরাসায় অবস্থান করবেন।

১৪ সেপ্টেম্বর রবিবার তিনি মাদানী নগরসহ ঢাকার একাধিক কওমি মাদরাসায় অংশগ্রহণ করবেন। বিকালে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা এবং রাতে জামিয়া কারিমিয়া আরাবিয়া ও জামিয়া ইকরা বাংলাদেশ সফর করবেন।

১৫ সেপ্টেম্বর সোমবার ঢাকার সফর শেষে রাজশাহী গমন করবেন। সেদিন তিনি রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকটি মাদরাসা সফর শেষে মাদরাসাতুল আবরার আল ইসলামিয়ার মহাসম্মেলনে অংশ নেবেন এবং রাত শেষে ঢাকায় ফিরে আসবেন।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার হুসাইনিয়া আসয়াদুল উলুম মাদরাসায় নাশতা শেষে তিনি দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ