ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার প্রশ্নবিদ্ধ। তিনি বলেছেন, সংবিধানে পিআর পদ্ধতি নাই। সংবিধান অনুসারে তো শেখ হাসিনারও ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা। কিন্তু জনতার চাওয়ার সামনে সংবিধানের দোহাই টিকতে পারে নাই। পিআর পদ্ধতি জনগণের দাবীতে পরিণত হয়েছে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।
আজ সোমবার (২৫ আগস্ট) কুমিল্লার হোমনা উপজেলার দড়িরচর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহের চরমোনাই বলেন, যে পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বিগত ৫৪ বছরে দেশের টাকা পাচার হয়েছে, সন্ত্রাস তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করে আবারো দেশকে সর্বনাশের দিকে ঠেলে দেয়ার জন্য আবু সাঈদ, মুগ্ধ ও মাওলানা খুবাইবরা জীবন দেয় নাই।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে হয়। আপনারা যদি আর কোন চাঁদাবাজ দেখতে না চান, কোন সন্ত্রাসী দেখতে না চান, যদি দেশের টাকা পাচার হতে দিতে না চান তাহলে পিআর পদ্ধতিতে ইসলামপন্থীদের ভোট দিন।
গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিগত ৫৪ বছরে যারাই ক্ষমতায় গেছে তারাই ইসলামপন্থীদের অবহেলা করেছে। গত ১৫ বছরে আমরা যারা সমাজ-রাষ্ট্র ও দেশ পরিচালনায় ইসলামের নীতির বাস্তবায়ন চেয়েছি তাদেরকে মৌলবাদী বলে নির্যাতন করেছে, দমন করতে চেষ্টা করেছে। এখন দেখি একটি বড় দলের বড় নেতা লন্ডনে বসে আমাদেরকে মৌলবাদী আখ্যা দেয়। গাজী আতাউর রহমান হুশিয়ারি দিয়ে বলেন, দেশকে বিভাজিত করতে হাসিনার বয়ান যারা ব্যবহার করে তাদেরকেও হাসিনার পথ অনুসরণ করতে হতে পারে।
দলের আরেক যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, এই সরকারকে অনেক আশা নিয়ে ক্ষমতায় বসানো হয়েছে। কারো চাপে যেন-তেন নির্বাচন দিবেন এটা হতে পারে না।
গণসমাবেশে পীর সাহেব চরমোনাই কুমিল্লা-১ আসনে প্রকৌশলী আশরাফুল আলম এবং কুমিল্লা-২ আসনে হাফেজ মাওলানা তাজুল ইসলামকে হাতপাখা প্রতিকের প্রার্থী ঘোষণা করেন।
গণসমাবেশে আরো বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম,সদর মাওলানা বশির আহমেদ জেলা সেক্রেটারি, হাফেজ মাওলানা আব্দুর রশিদ মাহমুদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সভাপতি ডাক্তার আব্দুল হান্নান, মেঘনা উপজেলা শাখার সভাপতি আক্তার হোসেন আতিক, হোমনা উপজেলা শাখার সেক্রেটারি জনাব ইব্রাহিম মুক্তার।
এমএইচ/