বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের বিরোধ কেন, কখন থেকে শুরু? জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল জমিয়ত উত্তরা জোনের ‘জুলাই সম্মেলন’ স্থগিত ‘গোপালগঞ্জের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে’ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তাদের মূলোৎপাটন প্রয়োজন: হেফাজত ‘মুফতি আবরারের বিরুদ্ধে মিথ্যা মামলা উস্কানি ও ষড়যন্ত্রের অংশ’ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৪ জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ

জাতীয় স্বার্থে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী: ড. মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামী কোনো দলীয় স্বার্থে নয়, বরং জাতীয় স্বার্থে সমাবেশের ডাক দিয়েছে। তিনি বলেন, আসন্ন ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশের সাত দফা দাবি পুরোপুরি জাতীয় স্বার্থে নির্ধারিত হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোন এর দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ একথা বলেন।

এদিনের সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোনের পরিচালক দেলাওয়ার হোসেন।

চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস. এম আহসান উল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন জোনের টীম সদস্য শেখ আবুল কাশেম, বংশাল দক্ষিণ থানা আমীর মো. মাহাবুব আলম ভুঁইয়া, চকবাজার দক্ষিণ থানা আমীর মো. আনিছুর রহমান, কোতয়ালী থানা আমীর মো. মতিউর রহমান, বংশাল উত্তর থানা আমীর মাওলানা বিলাল হুসাইন, বংশাল পূর্ব থানা আমীর মাওলানা তাজুল ইসলাম, চকবাজার উত্তর থানা আমীর মাওলানা মাহফুজুর রহমান, চকবাজার পূর্ব থানা আমীর মো. রফিকুল ইসলাম, চকবাজার পশ্চিম থানা আমীর মো. আবুল হোসেন রাজন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো যথার্থ বা প্রহসনমূলক নির্বাচন চায় না, এবং জনগণও এমন নির্বাচন হতে দিবে না। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

এছাড়া, জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে। তিনি জানান, প্রবাসীরা শুধুমাত্র অর্থ ও পরামর্শ দিয়ে সহায়তা করেনি, বরং তাদের পরিবারের নিরাপত্তার ঝুঁকি সত্ত্বেও বিদেশে বসে ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে।

ড. মাসুদ বলেন, পিআর পদ্ধতির নির্বাচন এ ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সহায়তা করবে না। তিনি বলেন, কিছু লোক পিআর পদ্ধতির নির্বাচনে আপত্তি জানাচ্ছে কারণ তারা চান, ক্ষমতায় আসলে হাসিনা সরকারের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করে পরিবারতন্ত্রকে রাজতন্ত্রে রূপান্তরিত করতে। তারা চান যে, পিআর পদ্ধতির নির্বাচনে সংস্কার না হয়ে তাদের নিজের মতো করে রাজনীতি চালিয়ে যেতে পারবে।

তিনি সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান যে, দলীয় স্বার্থ পরিহার করে দেশের এবং জাতির স্বার্থে রাজনীতি করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ