জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টি প্রস্তাবে একমত হয়েছে খেলাফত মজলিস। দ্বিমত পোষণ করেছে ১৫টি প্রস্তাবে আর আংশিক একমত চারটি প্রস্তাবে।
সোমবার (২১ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই তথ্য জানায় বাংলাদেশ খেলাফত মজলিস। সকাল ১০টায় দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসে। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ’সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দলটি সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ জানান, সংবিধানের মূল নীতি থেকে বহুত্ববাদ শব্দ বাদের বিষয়ে জোর প্রস্তাব্ করেছি। এর বদলে ‘বহু মত’ ব্যবহার করা যেতে পারে। প্রাদেশিক সরকারের বিষয়েও দ্বিমত প্রকাশ করেন তারা। এছাড়া স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস।
নির্বাচন ইস্যুতে দলটির পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিস্ট সরকারে যারা দোষী, তাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার আগে দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন চায় না তারা। আর নাগরিক কমিটিতে ছাত্রদের রাখা নিয়ে দ্বিমত পোষণ করা হয়েছিলো বলেও জানান তারা। কারণ এতে তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটবে বলে উল্লেখ করেন তারা।
এসএকে/