বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ।। ২৩ আশ্বিন ১৪৩২ ।। ১৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আলোকচিত্র শিল্পী শহিদুল আলমকে আটকের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ ও নিন্দা স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪ ইসরাইলি আগ্রাসনে সহযোগিতা করায় ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা শরিয়াহ আইন প্রতিষ্ঠা হলে ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর বর্তাবে কি, যা বললেন শিশির মনির আলোকচিত্রী শহিদুল আলমকে নিরাপদে ফেরানোর দাবি জমিয়তের মহাসড়ক পরিদর্শনে এসে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার বাংলাদেশ সফরে দ্বীনিয়াতের ভারতীয় মুরব্বি আলেমরা, দেখে নিন সফরসূচি কোরআন অবমাননা নিয়ে ৩২৫ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি

পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে হেফাজতে ইসলাম অবরোধ প্রত্যাহার করেছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নেতারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, ‘হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করছি।’

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বাসচাপায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। ঘটনার পর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়।

হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। পুলিশ অস্বীকৃতি জানায় এবং মামলা গ্রহণ করেনি। এরপর বুধবার (৮ অক্টোবর) হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। এ সময় হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ