বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ২ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭


হাজিদের টাকা ফেরত নিয়ে মন্ত্রণালয়ের সতর্ক বার্তা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ প্রক্রিয়াকে ঘিরে কোনো প্রতারণা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক বার্তাও দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমের হাজিদের প্যাকেজ ও বাড়িভিত্তিক অব্যয়িত অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) অথবা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN)-এর মাধ্যমে সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে।

এ অবস্থায় প্রতারক চক্র থেকে হাজিদের সতর্ক করতে দেশের সব মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে বিনা মূল্যে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মোবাইল অপারেটর কোম্পানিকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমের হজ কার্যক্রমে অংশ নেওয়া হাজিদের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে হাজিদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, মোবাইল আর্থিক সেবা যেমন নগদ বা বিকাশের তথ্য কোনোভাবেই অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ