বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ২ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭


সিনেমা ও গানের কার্যক্রম বাড়ানোর নির্দেশনা সৌদি কর্তৃপক্ষের!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে সিনেমা, গান, থিয়েটার এবং সংস্কৃতি বিষয়ক অন্যান্য পোগ্রামগুলো বিস্তৃত করার নির্দেশনা দিয়েছে দেশটির শুরা কাউন্সিল। এছাড়া সংস্কৃতি কমিশনগুলোতে আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। যেন এগুলো শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়।

গত সোমবার (১৪ জুলাই) শুরা কাউন্সিলের বৈঠক হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট। ওই বৈঠকে তারা জাদুঘর কমিশনগুলোকে জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোতে নতুনত্ব আনার আহ্বান জানান। তারা বলেন, জাদুঘরে যেন নতুন পাওয়া নির্দশনগুলো যুক্ত করা হয়। 

এছাড়া স্কুলগুলোতে থিয়েটার (মঞ্চ) কার্যক্রম ফেরানো এবং স্থানীয় থিয়েটারগুলোতে গতিশীলতা আনতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে শুরা কাউন্সিল।

শুরা কাউন্সিলের সদস্যরা খেলাধুলা, বাণিজ্য, সৌদির ভিশন-৩০সহ অন্যান্য বিষয় নিয়েও তারা আলোচনা করেন।

সৌদির শুরা কাউন্সিল হলো দেশটির সরকারি উপদেষ্ট পরিষদ। তারা বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ