শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি ৩ লাখের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একাত্তরে পর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানের মধ্যে এখন অবদি ১ লাখ ২৬ হাজার ৯৪১ পাকিস্তানি নাগরিক দেশে ফিরে গেছে। তবে এখনও বাংলাদেশে আটকে আছে ৩ লাখ ২৪ হাজার ১৪৭ পাকিস্তানি নাগরিক, যাদের বসবাস বাংলাদেশের ১৪ জেলায় ৭৯টা ক্যাম্পে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠক শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্রসচিব জানান, আটকে পড়া পাকিস্তানিদের বিষয়ে আলোচনা হয়েছে। দেড় দশকের আগে আমরা বিভিন্ন সময়ে এ বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছি। এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৯৪১ পাকিস্তানি নাগরিক সেখানে ফিরে গেছেন। আর বাকি আছে ৩ লাখ ২৪ হাজার ১৪৭ জন, যারা বাংলাদেশের ১৪ জেলায় ৭৯টা ক্যাম্পে বসবাস করছে।

পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওয়া ক্ষতিপূরণের বিষয়ে পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক ডেপুটি চেয়ারম্যানের একটা হিসাব অনুযায়ী, ৪ হাজার মিলিয়িন ইউএস ডলার পাওনা। আরেকটা হিসাবে বলা আছে, ৪ দশমিক ৩২ বিলিয়ন; এটা একটা। আমরা আজকের আলোচনায় এই ফিগারটা বলেছি। আরেকটা হচ্ছে, ১৯৭০ সারের নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র ও এজেন্সি ২০০ মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটার হিস্যা আমরা চেয়েছি।

উল্লেখ্য, প্রায় ১৫ বছর পর আজ ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করে বাংলাদেশ ও পাকিস্তানের। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ দেশটির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। আর ঢাকার পক্ষে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন নেতৃত্ব ছিলেন। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে উভয়পক্ষের আলোচনা।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ