শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭


বৃষ্টির দিনে ভিজে গেলে তাড়াতাড়ি কাপড় শুকানোর কার্যকর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্ষাকালে বৃষ্টির আবহাওয়া পূর্বাভাস দেয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না। কখনো রোদ, আবার কখনো বৃষ্টি—এই অস্থির পরিস্থিতিতে রেইনকোট বা ছাতা না নিয়েই বাইরে বেরিয়ে পড়েন অনেকে। যার ফলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে ভিজে যাওয়া এড়ানো যায় না। ভেজা পোশাকে চলাফেরা করতে অনেক সময় অস্বস্তি অনুভূত হয় এবং সর্দি-জ্বরের মতো শারীরিক সমস্যা দেখা দেয়।

এ সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কাপড় দ্রুত শুকানোর বিষয়টি। তবে কিছু সহজ টিপস মেনে আপনি অল্প সময়ের মধ্যে ভেজা কাপড় শুকিয়ে নিতে পারেন।

১. পোশাক নির্বাচন:
বর্ষাকালে শ্বাসপ্রশ্বাসযোগ্য এবং সামান্য ঢিলেঢালা পোশাক পরা সবচেয়ে ভালো। এই ধরনের কাপড় সহজে শুকিয়ে যায় এবং বেশ আরামদায়কও হয়।

২. কাপড় নিংড়ানো:
যদি বৃষ্টিতে ভিজে যান এবং দ্রুত কাপড় শুকানোর কোনো সুযোগ না পান, তবে প্রথমে কাপড়ের প্রতিটি অংশ ভালোভাবে নিংড়িয়ে নিন। এতে অতিরিক্ত পানি বের হয়ে যাবে।

৩. কাগজ বা ন্যাপকিনের ব্যবহার:
যদি আশপাশে পেপার টাওয়েল বা ন্যাপকিন থাকে, তাহলে তা কাপড়ে চাপ দিয়ে ধরুন। এটি কাপড়ের অতিরিক্ত পানি শুষে নিবে। বিশেষ করে বগল বা কাপড়ের কিনারায় চাপ দিয়ে অতিরিক্ত পানি শুষে নেওয়া সহজ হবে।

৪. হাঁটাহাঁটি করুন:
যদি কাপড় ভিজে যায়, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে কিছুটা হাঁটাহাঁটি করুন। খোলা হাওয়ায় কাপড় দ্রুত শুকাতে সাহায্য করে। এসির বদলে ফ্যান বা সিলিং ফ্যানের নিচে দাঁড়িয়ে কাপড় শুকাতে পারেন।

৫. অতিরিক্ত পোশাক ব্যবহার করুন:
যদি আপনার কাছে অতিরিক্ত জ্যাকেট বা স্টোল থাকে, তবে তা পরুন। এতে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং ভেজা কাপড় দ্রুত শুকাতে সাহায্য করবে।

৬. হ্যান্ড ড্রায়ারের ব্যবহার:
যদি কোনো হ্যান্ড ড্রায়ার বা ফ্যানভেন্টিলেটর পাওয়া যায়, তাহলে কাপড়ের কিনারাগুলো সেখানে নিয়ে শুকানোর চেষ্টা করুন। এতে কাপড় দ্রুত শুষ্ক হবে।

৭. অতিরিক্ত পোশাক খুলে রাখা:
যদি আপনি কোথাও যাচ্ছেন এবং ভিজে গেছেন, তাহলে সেগুলো শরীর থেকে খুলে ফেলা ভালো। অতিরিক্ত ভেজা কাপড় শরীরে বেশি পানি শোষণ করবে, যেমন মোজা, স্কার্ফ বা বাইরের জ্যাকেট। এগুলো খুলে রেখে দিন এবং শুকানোর জন্য চেষ্টা করুন।

এই সহজ টিপসগুলো অনুসরণ করে আপনি বর্ষাকালে ভিজে যাওয়া পোশাক দ্রুত শুকিয়ে নিতে পারবেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এমএইচ/


সম্পর্কিত খবর

পানি কখন খাবেন

জাম্বুরা কেন খাবেন? 

সর্বশেষ সংবাদ