বৃষ্টির দিনে ভিজে গেলে তাড়াতাড়ি কাপড় শুকানোর কার্যকর উপায়
প্রকাশ:
০৩ জুলাই, ২০২৫, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বর্ষাকালে বৃষ্টির আবহাওয়া পূর্বাভাস দেয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না। কখনো রোদ, আবার কখনো বৃষ্টি—এই অস্থির পরিস্থিতিতে রেইনকোট বা ছাতা না নিয়েই বাইরে বেরিয়ে পড়েন অনেকে। যার ফলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে ভিজে যাওয়া এড়ানো যায় না। ভেজা পোশাকে চলাফেরা করতে অনেক সময় অস্বস্তি অনুভূত হয় এবং সর্দি-জ্বরের মতো শারীরিক সমস্যা দেখা দেয়। এ সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কাপড় দ্রুত শুকানোর বিষয়টি। তবে কিছু সহজ টিপস মেনে আপনি অল্প সময়ের মধ্যে ভেজা কাপড় শুকিয়ে নিতে পারেন। ১. পোশাক নির্বাচন: ২. কাপড় নিংড়ানো: ৩. কাগজ বা ন্যাপকিনের ব্যবহার: ৪. হাঁটাহাঁটি করুন: ৫. অতিরিক্ত পোশাক ব্যবহার করুন: ৬. হ্যান্ড ড্রায়ারের ব্যবহার: ৭. অতিরিক্ত পোশাক খুলে রাখা: এই সহজ টিপসগুলো অনুসরণ করে আপনি বর্ষাকালে ভিজে যাওয়া পোশাক দ্রুত শুকিয়ে নিতে পারবেন। সূত্র : হিন্দুস্তান টাইমস এমএইচ/ |