শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি তারুণ্যের মাহফিলের প্রস্তুতি নিচ্ছে ‘সৃজনঘর’ নুরের ওপর হামলার তীব্র প্রতিবাদ হেফাজতের, জাপা নিষিদ্ধের দাবি নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি শিক্ষকদের দাবির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সংহতি নুরুল হক নূরের ওপর হামলায় সচেতন ছাত্র সমাজ নোয়াখালী’র তীব্র নিন্দা রাজশাহী বিভাগে ২৭ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী ঘোষণা নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: জমিয়ত সভাপতি ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রেসসচিব জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির আইনগত দিক পর্যালোচনা করা হবে : অ্যাটর্নি জেনারেল

১৪ আগস্ট শুরু হচ্ছে হজ ও উমরা মেলা, থাকছে আকর্ষণীয় অফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে হজ ও উমরা মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলায় প্রায় ১৫০টি স্টল এবং প্যাভিলিয়ন থাকবে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সরাসরি এজেন্সির মাধ্যমে হজের নিবন্ধন করতে আমরা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট হজ ও উমরা মেলার আয়োজন করছি। এটি আমাদের একটি বড় ইভেন্ট। মেলার ভেন্যু চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। এতে হাজীদের প্রতারণা থেকে মুক্তি পেতে আমরা ভিন্ন এই উদ্যোগ হাতে নিয়েছি।

মেলার মাধ্যমে আগ্রহী হজ ও উমরা পালনকারীরা সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। যা হজযাত্রীদের জন্য স্বচ্ছ ও সুবিধাজনক প্রক্রিয়া নিশ্চিত করবে।

বাংলাদেশের ৯০ শতাংশের বেশি হজযাত্রী এবং শতভাগ উমরা যাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যান। এ কারণে হজ ও উমরা মেলায় হজ সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় নানা অফার নিয়ে স্টল সাজিয়ে থাকেন। মেলায় আগ্রহীরা পছন্দের প্যাকেজ এবং এজেন্সি নির্বাচন করে হজের জন্য নিবন্ধনও করতে পারবেন।

হজ মেলায় বিভিন্ন বেসরকারি হজ এজেন্সিগুলো বিভিন্ন ধরণের অফার দিয়ে থাকে। সাধারণত, এই অফারগুলোতে হজ ও উমরা প্যাকেজের খরচ, ফ্লাইট টিকেট, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধার ওপর ছাড় দেওয়া হয়। কিছু এজেন্সি আকর্ষণীয় ডিসকাউন্ট, বিশেষ অফার বা ছাড়ের ঘোষণা করে, যা হজযাত্রীদের জন্য একটি লাভজনক সুযোগ হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

হাব মহাসচিব আরও বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ