কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (২০ আগস্ট) প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে তিন দফা দাবির ভিত্তিতে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমেদ।
মাওলানা জালালুদ্দিন আহমেদ তার বক্তব্যে যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে যাঁরা নিরলস পরিশ্রম করছেন, তাঁদের দাবি বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজকে বঞ্চিত করার পাশাপাশি জাতিও ক্ষতিগ্রস্ত হবে।
মহাসচিব আরও বলেন, শিক্ষকরা জাতির বিবেক। তাঁদের প্রতি অবহেলা ও বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায়ের আন্দোলনে সর্বাত্মক সংহতি প্রকাশ করেন।
এমএইচ/