গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি নুরের ওপর হামলাকে বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিবির সভাপতি জানান, নুরুল হক নুরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, নুর এখনো আশঙ্কামুক্ত নন এবং তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
জাহিদুল ইসলাম বলেন, “এ হামলা অত্যন্ত মর্মান্তিক। আমরা দাবি করছি, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”
তিনি আরও বলেন, “এ ধরনের নির্মম হামলা দেশের রাজনীতির জন্য ভয়াবহ অশনি সংকেত। সভা-সমাবেশে কিছু বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এমএইচ/