রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত জাতীয় প্রেসক্লাবে মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ে গোলটেবিল আলোচনা পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১২ কোটি টাকা ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব

নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত বিচার  নিশ্চিত করতে হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জমিয়ত সভাপতি আরও বলেন, এর দায় সরকার ও প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। 

জমিয়তের গৌরবময় ইতিহাস টেনে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সর্বস্তরের মানুষকে এই দলের সাথে সম্পৃক্ত করার জোর তৎপরতা পরিচালনা করুন। 

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলার সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মডেল মসজিদের হলরুমে মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী,মাওলানা জাকির হোসাইন দাদশী, মাওলানা মুহিউদ্দীন আজাদ ও হাফেজ মাওলানা মোজ্জাম্মেল হক প্রমুখ।

কাউন্সিলে মাওলানা মাহবুবুর রহমানকে সভাপতি, মাওলানা জাকির হোসাইন দাদশীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুহিউদ্দীন আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট রাজবাড়ী জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ