বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

সুন্দর চরিত্র গঠনের ৫টি ধাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান।

চরিত্রই একজন মানুষের প্রকৃত পরিচয়। টাকা-পয়সা, জ্ঞান বা সৌন্দর্য দিয়ে নয় বরং মানুষ স্মরণীয় হয় তার আচরণ, ব্যবহার ও নৈতিকতার জন্য।
আজকের সমাজে জ্ঞানীর অভাব নেই, কিন্তু সুন্দর চরিত্রের মানুষ খুবই বিরল।
চলুন জেনে নিই সুন্দর চরিত্র গঠনের ৫টি ধাপ  যা আমাদের জীবনকে বদলে দিতে পারে, হৃদয় জয় করতে পারে, আর আল্লাহর নৈকট্য এনে দিতে পারে ইনশাআল্লাহ।”

১. নিয়ত শুদ্ধ করা ও আত্মসমালোচনার অভ্যাস
 প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন:
"আজ আমি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করলাম?"
 নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই উন্নতির প্রথম ধাপ।

 ২. রাগ ও হিংসা নিয়ন্ত্রণ করা
রাসূল (সা.) বলেছেন:
“সর্বোত্তম ব্যক্তি সে, যার রাগ ধৈর্য দিয়ে দমন করা যায়।”
 হিংসা, অহংকার, গীবত ইত্যাদি চরিত্রের দোষ থেকে বাঁচতে জিকির ও তওবা করুন।

 ৩. সদাচরণ ও মিষ্টভাষী হওয়া
 কুরআনে বলা হয়েছে:
“ভালো ও মন্দ সমান নয়। তুমি সেই ব্যবহার করো যা উত্তম — তবেই শত্রুও হয়ে যাবে ঘনিষ্ঠ বন্ধু।” (সূরা ফুসসিলাত: ৩৪)
কোমল ভাষায় কথা বলা ও মানুষকে সম্মান দেওয়াই আখলাকের পরিচয়।

 ৪. মানবিক গুণাবলি চর্চা করা (সহানুভূতি, ক্ষমাশীলতা, ধৈর্য)
 রাসূল (সা.) ছিলেন সবচেয়ে দয়ালু, সহনশীল এবং ক্ষমাশীল ব্যক্তি।
 প্রতিদিন অন্তত একবার কাউকে সাহায্য করার চেষ্টা করুন, এবং ভুল করলেও মাফ করে দিন।

৫. সালেহ ব্যক্তিদের সঙ্গ গ্রহণ ও দ্বীনি শিক্ষা গ্রহণ
 আপনার চরিত্র অনেকাংশে নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান তার ওপর।
 ভালো মানুষের সঙ্গ, ইসলামি বই-পাঠ, এবং হাদীস চর্চা চরিত্র গঠনের জ্বালানী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ