বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কয়েকটি পত্রিকায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে সমালোচনার মুখে তা স্থগিত করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ব্যাপারে কিছু ভুল তথ্য ও বিভ্রান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে জানিয়ে সংস্থাটি নিজেদের অবস্থান তুলে ধরেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ইসলামিক ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস অফিসার বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

সম্প্রতি  ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জারি করা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিভ্রান্তিকর ও ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে, যার ফলে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।

এ বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে ইসলামিক ফাউন্ডেশনের সিলেকশন কমিটি তাদের সভায় সিদ্ধান্ত নেয় যে, মাদরাসা শিক্ষা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে- বিশেষ করে কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারী প্রার্থীদের। সরকারি স্বীকৃতি অনুযায়ী দাওরায়ে হাদিস ডিগ্রি মাস্টার ডিগ্রির সমতুল্য।

যাই হোক, যেহেতু অনেক কওমি-শিক্ষিত প্রার্থীদের এসএসসি, এইচএসসি বা স্নাতক স্তরের স্বীকৃত সার্টিফিকেট নেই, তাই নিয়োগ বিজ্ঞপ্তিটি উচ্চ এবং নিম্ন স্তরের উভয় পদে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ—সকল কওমি শিক্ষিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ।

তবুও বিভিন্ন চতুর্থাংশের জন আবেগ ও উদ্বেগের প্রতি শ্রদ্ধা রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনের পর একটি সংশোধিত নোটিশ পুনরায় জারি করা হবে।

এ বিষয়ে বিপথগামী না হয়ে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা গেল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ