বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

 মহাসমাবেশ সফল করতে হেফাজতে ইসলামের ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ৩ মে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ পাঁচ দফা দাবিতে ডাকা এই মহাসমাবেশ সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে সংগঠনটি। বিপুল জনসমাগম ঘটিয়ে নতুন করে নিজেদের শক্তির জানান দিতে চায় হেফাজতে ইসলাম।

হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার, ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে এই মহাসমাবেশ আহ্বান করা হয়েছে।

বিশেষভাবে, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রস্তাব বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচারসহ নানা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

হেফাজতের নেতারা জানিয়েছেন, এই মহাসমাবেশ কেবল একটি সমাবেশ নয়— এটি ইসলামি শক্তির নতুন ঐক্যের মঞ্চ হিসেবে কাজ করবে। ২০১৩ সালের মতোই ঢাকায় একটি ঐতিহাসিক জনসমাগমের লক্ষ্যেই কাজ করছেন তারা।

এদিকে হেফাজতের মহাসমাবেশ সফল করতে সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। দলের কেন্দ্রীয় নেতারা রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে হেফাজত নেতাকর্মীদের চাঙা করে তুলছেন। হেফাজত নেতাদের লক্ষ্য, ঢাকায় ২০১৩ সালের মতো আরেকটি ঐতিহাসিক জনসমাগম গড়ে তোলা।

সমাবেশ বাস্তবায়নে কেন্দ্রীয় প্রস্তুতি

মহাসমাবেশ বাস্তবায়নে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক করে ‘মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে সফর করে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন।

২৯ এপ্রিল, মঙ্গলবার সকালে রাজধানীর মাখজানুল উলুম মাদরাসায় এক জরুরি বৈঠকে বসেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বাস্তবায়ন কমিটির সদস্যরা। বৈঠকে সমাবেশের সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বেলা ১১টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশ উপলক্ষে ফরিদপুরে মতবিনিময় সভা

আগামী ৩ মের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া শামসুল উলুম, খাবাসপুর মাদরাসা মিলনায়তনে ফরিদপুর বিভাগীয় সকল জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দেদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ফরিদপুর জেলার নির্বাহী সভাপতি আল্লামা হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন।

সভায় মাওলানা রাব্বানী বলেন, ‘৩-মে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ দেশের তৌহিদী জনতার ঐক্য ও দাবি-দাওয়া আদায়ের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে, ইনশাআল্লাহ।’

বগুড়ায় আলেমদের নিয়ে মতবিনিময় সভা

আগামী ৩ মের মহাসমাবেশ সফল করতে সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া জেলার ঐতিহ্যবাহী জামিল মাদরাসায় রাজশাহী বিভাগের জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানজীমের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আরশাদ রাহমানি।

ফটিকছড়িতে মহাসমাবেশ উপলক্ষে মিছিল-সমাবেশ

ইসলামবিরোধী নারী নীতিমালা ও নারী কমিশন বাতিল এবং সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবিতে ফটিকছড়িতে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসাথে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশের প্রতি সমর্থন জানিয়ে দেশবাসীর প্রতি উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

রোববার (২৭ এপ্রিল) আসরের নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে বাবুনগর ফকিরহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমিরে শুরা ও ফটিকছড়ি উপজেলা আমীর আল্লামা আইয়ুব বাবুনগরী।

সমাবেশ থেকে বক্তারা ইসলামবিরোধী নারী নীতিমালা ও কমিশন বাতিলের দাবি জানিয়ে বলেন, এটি মুসলিম সমাজের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। পাশাপাশি সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবিও তোলেন। তারা আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে দেশবাসীর অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

মহাসমাবেশ সফল করতে আমিরের আহ্বান

এদিকে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ভিডিও বার্তায় দেশবাসীকে সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল এবং সংবিধানে আল্লাহ ও আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনর্বহালের দাবিতে ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সমাবেশ সফল করা সকলের ওপর ঈমানি দায়িত্ব।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ