মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখা পুনর্গঠন মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, মৃত্যুদণ্ডের ফয়সালা আদালতের

নামাজের গুরুত্ব ও ফজীলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমাদ খান

আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি অদ্বিতীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল। এই বিশ্বাস অন্তরে প্রোথিত করা ও মুখে স্বীকারোক্তির নাম ‘ঈমান’। যে ব্যক্তি এ কথা বিশ্বাস করে এবং স্বীকার করে, সে মুমিন মুসলমান। মুমিনের প্রথম কাজ নিয়নিত নামাজ আদায়।

শরীয়তের বিধানগুলোর মধ্যে নামাজ অন্যতম। এটি ফরজ, অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক। একজন মুমিন মুসলমানকে দিন-রাত মিলিয়ে পাঁচবার নামাজ পড়তে হয়।

ইসলামের ভিত্তি পাঁচটি। তার মধ্যে দ্বিতীয়টি হলো নামাজ। ঈমান আনার পর মুসলমান হিসেবে দায়িত্বও এটি।

কুরআনের ৮২টি জায়গায় নামাজের কথা এসেছে। আল্লাহ তায়ালা বলেছেন,
‘তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো।’
(সূরা বাকারাহ— ৪৩)

অন্য আয়াতে আল্লাহ বলেছেন,
‘তোমরা নামাজ পড়ো। নামাজ শেষে আল্লাহকে ডাকো। বিপদ মুক্ত হলে যথাযথভাবে নামাজ আদায় করো। মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নামাজ ফরজ।’
(সূরা নিসা— ১০৩)

নামাজের ফজীলত

নামাজের অন্যতম ফজীলত হলো, এটি স্রষ্টাকে সিজদা করে আনুগত্য প্রকাশের এক অনন্য মাধ্যম। নামাজের মাধ্যমে আমরা যে বিনয়, ত্যাগ, কুরবানি ও আনুগত্য প্রকাশ করি, তা অন্য কোনো ইবাদতের মাধ্যমে সম্ভব নয়।

নামাজ স্রষ্টার নৈকট্য অর্জনের এক মহৎ উপায়। এজন্যই আল্লাহ তার প্রিয় বন্ধুকে ডেকে বলেন,
‘হে বস্ত্রাচ্ছাদিত! রাতের কিছু সময় নামাজ পড়ো। অর্ধরাত কিংবা তারচেয়ে কিছু কম বা বেশি। আর কুরআন পড়ো স্পষ্টভাবে।’
( সূরা মুজাম্মিল— ১-৪)

যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ পাঁচটি পুরস্কার ঘোষণা করেছেন:
১. রিযিকের সংকীর্ণতা ও জীবনের চিন্তা দূর করবেন।
২. কবরের আজাব থেকে মুক্তি দিবেন।
৩. আমলনামা ডান হাতে দেবেন।
৪. বিদ্যুৎগতিতে পুলসিরাত পার করবেন।
৫. বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন।

কুরআন ও হাদিসে নামাজের গুরুত্ব পরিষ্কার। নামাজ হলো মুমিনের মিরাজ। যথাযথ নামাজ আদায় করলে প্রভুর পক্ষ থেকে ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ নিশ্চিত। হৃদয়ও হয় পরিষ্কার। এভাবে নামাজের বহু উপকারিতা রয়েছে। এজন্যই সকল ফরজ ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি।


শিক্ষার্থী : আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসা, ঢাকা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ