বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

রাজশাহী ও লালমনিরহাটে শায়খ হাফীজুদ্দীনের দুইদিনব্যাপী ইসলাহী সফর সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশবরেণ্য আলেম, রূহানিয়্যাত ও আত্মশুদ্ধির অগ্রদূত শায়খ মুফতী হাফীজুদ্দীন হাফিজাহুল্লাহ রাজশাহী ও লালমনিরহাট জেলায় দুইদিনব্যাপী এক গুরুত্বপূর্ণ ইসলাহী সফর সম্পন্ন করেছেন। সফরের প্রতিটি পর্বেই তিনি ইসলামী দাওয়াত, সমাজ সংস্কার এবং আত্মগঠনের গুরুত্ব তুলে ধরেন, যা উপস্থিত জনতার অন্তরে গভীর দাগ কেটে যায়।

সফরের প্রথম দিন, ৭ এপ্রিল সোমবার, তিনি রাজশাহী শহরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত একাধিক ইসলাহী প্রোগ্রামে অংশগ্রহণ করেন। সেখানে তাওহীদ, তাকওয়া, নববী আদর্শ অনুসরণ এবং খাঁটি ইসলামী চরিত্র গঠনের উপরে তার অন্তর্দৃষ্টি ও দরদভরা আলোচনায় মুগ্ধ হন শ্রোতারা। 

এছাড়াও তিনি বিশেষভাবে যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন, ইয়াবা, মাদকা ও অনৈতিক জীবনাচার মানুষকে উচ্ছৃঙ্খল বানিয়ে ফেলে। এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে।

৮ এপ্রিল মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অনুষ্ঠিত এক ব্যতিক্রমধর্মী শবগুজারী মাহফিলে অংশগ্রহণ করেন। তাঁর আগমন উপলক্ষে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও আলেম সমাজ আন্তরিকতা ও শ্রদ্ধা নিয়ে তাকে বরণ করে নেয়। হৃদয়গ্রাহী আলোচনায় তিনি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যান এবং অনেকে আত্মসমালোচনায় প্রবৃত্ত হন। 

আয়োজকদের মতে, এমন দাওয়াতি উদ্যোগ তরুণ সমাজে ইসলামি চেতনা ও নৈতিক জাগরণে কার্যকর ভূমিকা রাখবে।

এই সফরে শায়খ হাফীজুদ্দীনের সঙ্গে ছিলেন মুফতী মোস্তফা কামাল ও মুফতী আব্দুল্লাহ ইউসুফ, যারা সফরের প্রতিটি ধাপে তাকে সহযোগিতা করেন।

উল্লেখ্য, শায়খ হাফীজুদ্দীন হাফিজাহুল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন যাবৎ দ্বীনের প্রচার, ইসলামী শিক্ষার বিস্তার ও আত্মশুদ্ধির আন্দোলনে নিবেদিত প্রাণ। তার এ খিদমাত যেন আল্লাহ কবুল করেন এবং তাকে দীর্ঘ হায়াত ও বরকত দান করেন—আমীন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ