মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বিএনপির সাথে মার্কিন আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আদর্শ সমাজ বিনির্মানে আলেম-ওলামা ও সমাজের বিশিষ্টজনদের এগিয়ে আসতে হবে : আব্দুল আউয়াল ‘নির্বাচনে খুব একটা উৎসাহিত না, করলে তিনটি আসনের কোনোটিতে করব’ রুপসার ইলাইপুরে হাতপাখা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের ঘোষণা সিইসির ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষ : আহত ২০, গ্রেফতার ৪ ইসলামি দলগুলো আদর্শিক দেউলিয়াপনার পরিচয় দেয় কেন? দলের অসুস্থ নেতাকে দেখতে গেলেন জমিয়ত সভাপতি দাবি না মানলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন ইবতেদায়ি শিক্ষকরা কুয়েতে মসজিদে সিসি ক্যামেরা বসাতে বিশেষ নির্দেশনা

সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা : হাটহাজারী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি রমজানে ( ১৪৪৫ হিজরি ) আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা জনপ্রতি সদকাতুল ফিতর সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৪৯১০ টাকা নির্ধারণ করেছে।

মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে এক প্রকাশিত ফতোয়ায় ফিতরার এ বছরের মূল্য বিবৃত হয়েছে।

ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, সদকাতুল ফিতর আদায়ের সুবিধার্থে দ্রব্যের প্রচলিত পরিমাণ ও তার বাজার মূল্য নিম্নে প্রদত্ত হল:

আটা হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৫ গ্রাম । প্রতি কেজি আটার (ময়দা) বাজার মূল্য ৬০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৯৮.১০ টাকা। আদায়ের সুবিধার্থে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খেজুর হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি খেজুরের বাজার মূল্য ৩০০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৯৮১ টাকা। আদায়ের সুবিধার্থে ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কিসমিস হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি কিসমিসের বাজার মূল্য ৫৫০  টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ১৭৯৮.৫০ টাকা। আদায়ের সুবিধার্থে ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পনির হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি পনিরের বাজার মূল্য ১৫০০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৪৯০৫ টাকা। আদায়ের সুবিধার্থে ৪৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত ফতোয়ায় সংক্ষেপে সদকাতুল ফিতরের বিধানও তুলে ধরা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ