সোমবার, ২০ মে ২০২৪ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১২ জিলকদ ১৪৪৫


হয়রানি ও পেরেশানিমুক্ত থাকার জিকির ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালার নিরানব্বইটি নাম রয়েছে। একশো থেকে একটি কম। যে এই নামগুলি মনে রাখবে, বুঝবে এবং উপলব্ধি করবে, সে জান্নাতে যাবে। [বুখারি : ৮৯৪, মুসলিম : ৬৪৭৬, তিরমজি : ৫১৩৮]।

আল্লাহ তায়ালার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْحَكِيْمُ) ‘আল-হাকিমু’ একটি। এ পবিত্র নামের আমলে বান্দা অসম্পূর্ণ কাজ বা পেরেশানির কাজে সফলতা লাভ করে।

আল্লাহর গুণবাচক নাম (اَلْحَكِيْمُ) ‘আল-হাকিমু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

اَلْحَكِيْمُ (‘আল-হাকিমু) অর্থ : ‘মহা বিদ্বান ও কৌশলী।’ যিনি তাঁর হিকমত ও ইনসাফের দ্বারা প্রতিটি জিনিস তার উপযুক্ত স্থানে রাখেন। তাঁর প্রতিটি কথা ও কাজ প্রজ্ঞাময়। তিনি কারো প্রতি জুলুম করেন না। তিনিই হলে হাকিম।

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْوَاسِعُ)-এর আমল

ফজিলত-

যে ব্যক্তি কোনো কাজে পেরেশান বা হয়রান হয়ে পড়ে; সে ব্যক্তি যদি আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নাম (اَلْحَكِيْمُ) ‘আল-হাকিমু’-এর জিকির করে তবে আল্লাহর রহমতে তার কাজের সব পেরেশানি দূর হয়ে যাবে।

যে ব্যক্তি আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নাম (اَلْحَكِيْمُ) ‘আল-হাকিমু’ পাঠ করবে; ওই ব্যক্তির অসম্পূর্ণ কাজ আল্লাহর রহমতে সম্পাদন হয়ে যাবে।

আল্লাহ তায়ালা সবাইকে আমল করার তাওফিক দান করুন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ