সিলেট ৩ (বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন দলের আমির মাওলানা মামুনুল হক।
আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা বালাগঞ্জের ডি এন উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক তার দলে প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে এলাকাবাসীর সামনে পরিচিত করাবেন এবং তার পক্ষে রিকশা প্রতীকে ভোট চাইবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালীম, জামায়াতের সিলেট বিভাগীয় অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাই হারুন, জামায়াতের সিলেট জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমদ, খেলাফত মজলিসের সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, এনসিপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুল মালেক।
এমএম/