সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ।। ১২ মাঘ ১৪৩২ ।। ৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
হজযাত্রীদের সেবায় এবার বৈদ্যুতিক বাস চালু হল রাজনৈতিক দলগুলো আগের তুলনায় অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ ইসলামী আন্দোলনের নির্বাচনী অফিস পুড়িয়ে দিলো দুর্বত্তরা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য: শায়খে চরমোনাই ‘ইসলামি ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে দেশ গঠনের সম্মিলিত চেষ্টা সময়ের দাবি’  মৌলভীবাজার–৪ আসনে মাওলানা হামিদীর পক্ষে নামছেন আমিরে মজলিস জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষার অধ্যাদেশ জারি দলের চার প্রার্থীসহ বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে জমিয়তের আহ্বান যশোর-৪ আসনে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিশিষ্ট আলেম মুফতি মুবারকুল্লাহ

অপসংস্কৃতির ফেতনা থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুসলমানরা নানা রকম অনৈসলামিক ফেতনা ফাসাদে জর্জরিত। দুনিয়ার সব ধরনের ফেতনা ফাসাদ ও অনৈসলামিক কার্যকলাপই মুসলিম উম্মাহর জন্য ক্ষতিকর। এ সব ফেতনা ও অনৈসলামিক কর্মকাণ্ড থেকে মুক্ত থাকা এবং আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা উম্মাতে মুহাম্মাদির জন্য একান্ত আবশ্যকীয় কর্তব্য।

আল্লাহ তাআলা কুরআনুল কারিমের এ বিষয়ে আয়াত নাজিল করে তাঁর নিকট ক্ষমা প্রার্থনার জন্য মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করেছেন। ফেতনা ফাসাদ ও অনৈসলামিক কার্মকাণ্ড থেকে মুক্ত থাকতে কুরআনে আয়াতটি তুলে ধরা হলো-

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ, رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

উচ্চারণ : রাব্বানা আ’লাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাছির। রাব্বানা লা তাঝআ’লনা ফিতনাতাল লিল্লাজিনা কাফারু ওয়াগফিরলানা রাব্বানা ইন্নাকা আংতাল আ’যিযুল হাকিম। (সুরা মুমতাহিনা : আয়াত ৪-৫)


অর্থ : ‘হে আমাদের প্রভু! আমরা তোমার ওপরই ভরসা করেছি, তোমার দিকেই মুখ করেছি এবং তোমার দিকেই আমাদের ফিরে যেতে হবে। হে আমাদের প্রভু! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! তুমি আমাদের ক্ষমা কর, নিশ্চয়ই তুমি মহা শক্তিধর ও প্রজ্ঞাময়।’

দুনিয়ার সব অপসংস্কৃতি ও ফেতনা ফাসাদ থেকে মুসলিম উম্মাহর ঈমান-আমল ঠিক রাখা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর সাহায্য লাভে উল্লেখিত দোয়া পড়ার তাওফিক দান করুন। দুনিয়ার সব ধরনের অপসংস্কৃতি ও অকল্যাণ থেকে মুক্ত রাখুন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ