সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সড়ক দুর্ঘটনায় আহত, দোয়া কামনা ইকবাল ও নজরুলের দর্শন নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মাওলানা ফখরুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা উপদেষ্টা আসিফের চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট, দুদকের মামলা পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক, আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে  ‘আব্রাহাম অ্যাকর্ডে’ যোগ দিচ্ছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ) এমন তথ্য জানিয়েছেন তিনি। 

বলা হয়, ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গঠিত হয়েছে এই ‘আব্রাহাম অ্যাকর্ড ।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোমারত তোকায়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন। পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, “খুব শিগগিরই আমরা একটি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব। এই শক্তিশালী জোটে আরও অনেক দেশ যোগ দিতে চায়।”

কাজাখ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি এখন আলোচনার শেষ পর্যায়ে রয়েছে। তারা বলেন, “আব্রাহাম চুক্তিতে আমাদের যোগদান কাজাখস্তানের বৈদেশিক নীতির স্বাভাবিক ও যৌক্তিক ধারাবাহিকতা—যা সংলাপ, পারস্পরিক সম্মান ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ভিত্তি করে।”

কাজাখস্তান ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখছে। ফলে এ উদ্যোগটি মূলত প্রতীকী পদক্ষেপ হবে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিষয়টি শুধু কূটনৈতিক সীমায় নয়, বরং অংশীদারত্বের নতুন ধারা তৈরি করবে—যার মাধ্যমে অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে দেশগুলো একসঙ্গে কাজ করার অবারিত সুযোগ পাবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প কাজাখ প্রেসিডেন্ট তোকায়েভসহ মধ্য এশিয়ার আরও চার দেশের নেতা—কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়া-প্রভাবিত এবং চীনের প্রভাব বাড়তে থাকা এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করতে চাচ্ছে। ট্রাম্প বলেন, “এখানে উপস্থিত কিছু দেশও আব্রাহাম চুক্তিতে যোগ দেবে, খুব শিগগিরই এসব ঘোষণা আসবে।”

জানা যায়, ২০২১ সালের আদমশুমারি অনুসারে, কাজাখস্তানের ৬৯ দশমিক ৩ শতাংশ মানুষ মুসলিম, ১৭ দশমিক ২ শতাংশ খ্রিষ্টান, ২ দশমিক ৩ শতাংশ ধর্মনিরপেক্ষ, এবং ২ দশমিক ২৫ শতাংশ নাস্তিক হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ