শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই অবস্থানের কথা জানান
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মাসুমা হাদি বলেন, এই মুহূর্তে ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।
এদিন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে ঝালকাঠির বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের আয়োজন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। তারা উল্লেখ করেন, হাদি ন্যায়ের পক্ষে, জনগণের অধিকার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছিলেন।
বক্তারা আরও বলেন, সংসদে গিয়ে অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে কথা বলাই ছিল হাদির লক্ষ্য। কিন্তু ঘাতকরা তার কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিয়েছে। তবুও তারা চান, হাদির আদর্শ ও সংগ্রাম যেন থেমে না যায় এবং তা জনগণের মাঝে বেঁচে থাকুক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাসুমা হাদির মধ্যে তারা ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পান। তাদের দাবি, ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকেই সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী ও দেশবাসী।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মাসুদ ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখকে জড়িত হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
গুলিতে ওসমান হাদির ব্রেইনের স্টেম সেল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
পরে তার মরদেহ দেশে আনা হলে ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
আরএইচ/