আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক ডিজি মুফতী নূর আহমদ নূর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের জামেয়া রাহমানিয়া আরাবিয়ায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক ডিজি মুফতী নূর আহমদ নূর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কন্নোয়ন ও বাণিজ্য সম্পর্ক জোরদারে লক্ষ্যে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে সফর করছেন।
তিনি বাংলাদেশের ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের দায়িত্বশীলদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন।
এনএইচ/