ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের পাস হওয়ার পর চরম আতঙ্কে রয়েছে ধর্মীয় স্থাপনাগুলো। ওয়াকফ সম্পত্তি আখ্যা দিয়ে ইতোমধ্যে শত শত মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার দেশটির উত্তর প্রদেশের ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় মাদরাসা ও মুসলমানদের ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে মাদরাসা-মসজিদ কর্তৃপক্ষের মধ্যে।
বিবিসির তথ্যমতে, উত্তর প্রদেশের রাজ্য সরকার নেপাল সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত মুসলিমদের ২২৫টি মাদরাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার ও ছয়টি ঈদগাহের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পর্যায়ক্রমে যেগুলো ভাঙার কাজ চালাচ্ছে প্রশাসন।
এই ঘটনায় রীতিমতো এখন নড়েচড়ে বসেছে ভারতীয় মুসলমানরা। শুরু হয়েছে রাজ্যটির বিভিন্ন স্থানে কঠোর আন্দোলন। যদিও রাজ্য সরকারের দাবি, সরকারি জমিতে তৈরি মাদরাসা ও ধর্মীয় স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই।
রাজ্যটির সাত জেলায় চালানো এই অভিযানের ফলে বহু মাদ্রাসায় পড়াশোনাও থমকে গেছে ইতোমধ্যে।
জানা যায়, উত্তর প্রদেশে প্রায় ১৬ হাজার ৫০০ স্বীকৃত মাদরাসা রয়েছে। এখানে প্রায় ২০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করে। বর্তমানে মোদি সরকারের মূল টার্গেটে পরিণত হয়েছে মাদরাসাগুলো।
কাশ্মীর হামলাকে কেন্দ্র করে চলতি মাসেই পাকিস্তানের দিকে দায় চাপিয়ে পাকিস্তানি সাধারণ মুসলমানদের ওপর আর মাদরাসা মসজিদকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় মোদির বাহিনী। ধ্বংস করে ফেলে মুসলমানদের বেশ কিছু মাদরাসা ও মসজিদ।
এসএকে/