বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ।। ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২ জিলহজ ১৪৪৬

শিরোনাম :
উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, হতে পারে জলোচ্ছ্বাস ইরানি ধর্মীয় নেতাকে মুক্তি দিয়েছে সৌদি আরব বাবুনগর মাদ্রাসায় ‘কুরবানীর ফাযায়িল ও মাসায়িল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত এবারের হজ ব্যবস্থাপনা, চ্যালেঞ্জের মধ্যেও সফল আয়োজন: ধর্ম মন্ত্রণালয় ভাটারার মারকাযুল হুদা মাদরাসায় আবাসিক মাদানী শিক্ষক নিয়োগ সচিবালয়ের কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে টানা বৃষ্টিপাত নির্বাচন ইস্যুতে এনসিপি নেতাকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়লেন ববি হাজ্জাজ নেতানিয়াহুকে ইরানে হামলা করতে না করেছি : ট্রাম্প ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন : আপিল বিভাগ

শাপলা আন্দোলনের এক যুগ পূর্তিতে ঢাবিতে ‘চিন্তা সেমিনার’ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা আন্দোলনের এক যুগ পূর্তিতে আয়োজিত হচ্ছে চিন্তা সেমিনার। আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘শাপলা আন্দোলনের এক যুগ: একটি সমাজতাত্ত্বিক পাঠ’ শীর্ষক এ আয়োজনে দেশের খ্যাতনামা চিন্তক ও লেখকরা আলোচনা করবেন শাপলা আন্দোলনের তাৎপর্য বাঙালি মুসলমানের কণ্ঠস্বর ও উত্তরপ্রভাব নিয়ে।

আলোচনায় অংশ নেবেন— দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জবান সম্পাদক রেজাউল করিম রনি, সেন্টার ফর সোস্যাল থট ফেলো শেখ ফজলুল করিম মারুফ, লেখক ও চিন্তক ইফতেখার জামিল, কবি ও চিন্তক মুহিম মাহফুজ, ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস, নদওয়াতুল ফিকরিল ইসলামির পরিচালক শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা গেছে, চিন্তানামা আয়োজিত এ সেমিনারে শাপলা আন্দোলনকে নতুন আলোয় দেখার প্রয়াস থাকবে। চিন্তানামার নির্বাহী সম্পাদক তাশরিফ মাহমুদ বলেন, ‘শাপলা আন্দোলন আমাদের বাঙালি মুসলমানের জাগরনের আরেক প্রোজ্বল অধ্যায়। কালচারাল আধিপত্যে ও আগ্রাসনের বিরুদ্ধে এটি এক বৈপ্লবিক উত্থান। এই আন্দোলন অনেক কাজ হচ্ছে, ভবিষ্যতে আরও হবে বলে আশা রাখছি। তবে চিন্তানামা-ই প্রথম এটিকে ‘চিন্তার ডায়াসে’ তুলে আনছে—বাঙালি মুসলমান ও সাব-অল্টার্নের দায়বদ্ধতা থেকে। আশা করছি, এই সেমিনার সমাজতাত্ত্বিক পাঠের সূচনা অধ্যায় হবে।’

সেমিনারটি সবার জন্য উন্মুক্ত। গবেষক, শিক্ষার্থী ও আগ্রহী নাগরিকদের উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ