বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ।। ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২ জিলহজ ১৪৪৬


নিজেকে ইসলামের সৈনিক মনে করতে হবে: সদরে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন তুরাগ দক্ষিণ থানা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৭ মে) বাদ এশা মাওলানা ফিরোজের সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরে জমিয়ত আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

সদরে জমিয়ত তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক ব্যক্তি নিজেকে ইসলামের একজন সৈনিক মনে করবো। জাতির মধ্যে কোনো বদদ্বীনি দেখলে আমি তাতে বাধা দেব। আমি যদি কামিয়াব নাও হতে পারি ইসলামের হেফাজতের জন্য একজন সৈনিকের লিস্টে নিজেকে শামিল করতে পারব। ইসলামের জন্য আমাকে সংগ্রাম করতে হবে। আমি যেখানে বাস করছি সেখানে কোন অবস্থায় বসবাস করছি? চতুর্দিকে কী কী ঘটনা ঘটছে! সেগুলো আমার জানা থাকতে হবে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, যদি ইসলাম ও সমাজের ক্ষতিকর কোনো প্রোগ্রাম আয়োজন করা হয় আর আমি যদি এটি কি প্রতিহত করার চেষ্টা না করে পাশ কাটিয়ে যাই, তাহলে ইসলামের একজন সৈনিক হিসেবে দায়িত্বহীনতার পরিচয় হবে এবং জীবন বিফল হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান কাসেমী।

মাওলানা ফিরোজকে সভাপতি, মুফতী ওমর ফারুককে সাধারণ সম্পাদক ও মাওলানা মেরাজকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোবারক হোসাইন, মাওলানা রিদওয়ানুর রহমান সহ জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ