শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ।। ২৭ আশ্বিন ১৪৩১ ।। ৯ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ মাজার ও ধর্ম ব্যবসা সমাচার ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নিহত ইমাম খুলনায় বিদ্যুতের মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহার দাবি ‘দ্বীনের জন্য ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধের বিকল্প নেই’ এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ‘নবগঠিত প্রতিটি কমিশনে ৯২ ভাগ মুসলমানের স্বার্থ দেখার দায়িত্ব উলামায়ে কেরামের’ কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন দুই শতাধিক মুরব্বি আলেমের উপস্থিতিতে অনুষ্ঠিত বেফাকের মজলিসে আমেলার বৈঠক

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দক্ষিণ গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের দক্ষিণের দিকে সরে যেতে সতর্কতা জারির মধ্যেই শনিবার ইসরায়েলি বাহিনী এ হামলা চালালো। খবর এনডিটিভির। 

এর আগে, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস এলাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে উপর থেকে লিফলেট ফেলে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন সহযোগী মার্ক রেগেভ এমএসএনবিসিকে বলেছেন, ‘আমরা লোকেদেরকে স্থানান্তর করতে বলছি। আমি জানি তাদের অনেকের জন্য এটা সহজ নয়, কিন্তু আমরা বেসামরিক লোকদের ক্রসফায়ারে মধ্য দেখতে চাই না।’

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, শনিবার রাতে খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় একটি বহুতল ব্লকের দুটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, উত্তরে কয়েক কিলোমিটার (মাইল) দূরে দেইর আল-বালাহতে একটি বাড়িতে বিমান থেকে বোমা হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়।

তবে এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েল সেনাবাহিনী গাজার বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরে কয়েক লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজা উপত্যকায় চলে গেছে। 

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। ইসরায়েলের হামলায় হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ, গির্জা— কিছুই বাদ যাচ্ছে না। ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ