বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

অবিবাহিত যুবতী অন্তঃসত্ত্বা, গায়ে আগুন দিলেন পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ায় রাগে ও ক্ষোভে এক যুবতীর গায়ে আগুন দিয়েছেন তার আপন মা ও ভাই। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ বছর বয়সী ওই যুবতী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশে এমন রোমহর্ষক ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, অবিবাহিত ওই যুবতীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন তারা। গর্ভে থাকা সন্তানের বাবা কে- সে বিষয়ে তাকে জেরা করেন তারা। কিন্তু ওই যুবতী এ ব্যাপারে কোনো তথ্য দেননি। এতে তারা আরও বেশি ক্ষুব্ধ হন।

এরপর ওই যুবতীর মা ও ভাই তাকে জঙ্গলে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেন।

জঙ্গলের আশপাশে থাকা কয়েকজন কৃষক ওই সময় যুবতীর আত্মচিৎকার শুনতে পান। তারা সেখানে ছুটে গিয়ে দেখতে পান আগুনে পুড়ছেন তিনি। এরপর তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে মা ও ভাইয়ের দেওয়া আগুনে যুবতীর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

পরবর্তীতে অগ্নিদগ্ধ যুবতীকে মেরুতের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকা যুবতীর মা ও ভাইকে আটক করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ