রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা গতকাল শনিবার (১৮ অক্টোবর) শেষ হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই জ্ঞান ও সাহিত্য উৎসবকে ঘিরে শেষ সময়েও উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বইপ্রেমী ও জ্ঞানান্বেষী মানুষের।
গত শুক্রবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে আসা তরুণ প্রজন্ম থেকে শুরু করে নানা বয়সি পাঠকের ভিড়ে জনসমুদ্রে রূপ নেয় মেলা প্রাঙ্গণ ও আশপাশের সড়ক। দিনের বৃষ্টিপাতও থামাতে পারেনি আগ্রহী দর্শনার্থীদের—জলাবদ্ধতা উপেক্ষা করেই তারা ছুটে গেছেন পছন্দের বইয়ের খোঁজে বিভিন্ন স্টলে।
এবারের মেলায় দেশি-বিদেশি ১৯৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়, যাদের স্টলে কোরআন-হাদিস, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, সাহিত্য, ইতিহাস ও শিশুতোষ বইসহ বিভিন্ন বিষয়ের বিশাল সংগ্রহ ছিল। পাঠকরা নিজেদের তালিকা অনুযায়ী প্রিয় লেখকের বই সংগ্রহে ব্যস্ত সময় পার করেছেন শেষ মুহূর্তেও।
বই বিক্রির পাশাপাশি প্রতিদিন চলেছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা ও সাংস্কৃতিক আয়োজন। এই মিলনমেলা পরিণত হয়েছিল জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের এক মহাযজ্ঞে।
মেলার শেষ দিনেও পাঠক-ক্রেতার আগমন ঘটে। মাসব্যাপী মেলায় তারা সন্তোষ প্রকাশ করেন। তারা আগামীতে আরও বড় পরিসরে এবং আরও সুশৃঙ্খলভাবে মেলা আয়োজনের আহ্বান জানান।
এনএইচ/