শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

রবিউল আউয়াল মাস উপলক্ষে ৫০% ছাড়ে ‘সিরাত ইবনে হিশাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল আউয়াল মাস উপলক্ষে ৫০% ‘ছাড়ে সিরাত ইবনে হিশাম’ বইটি কেনার সুযোগ দিচ্ছে সাবাহ পাবলিকেশন। প্রকাশনাটি জানায়, বইটি রবিউল আউয়াল মাস উপলক্ষে ৫০% ছাড়ে ১৪৫০ টাকায় সংগ্রহ করা যাবে।

বই পরিচিতি :

আবু মুহাম্মাদ আবদুল মালিক বিন হিশাম আল-মুআফিরি রহ. (মৃত্যু ২১৮ হিজরি) সিরাত রচনায় পথিকৃৎ ব্যক্তি। তাঁর রচিত ‘আস-সিরাতুন নাবাবিয়্যাহ’ সুপ্রাচীন, মৌলিক ও জগদ্বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটি বিশ্বব্যাপী ‘সিরাত ইবনে হিশাম’ নামেই সবার কাছে পরিচিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হিসেবে রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মাঝে সিরাত ইবনে হিশামকে একদম প্রথম স্তরে রাখা হয়। এ কিতাব থেকে কোনো লেখক, গবেষক ও জ্ঞানপিয়াসী পাঠক আজ পর্যন্ত অমুখাপেক্ষী হতে পারেনি। এ জন্য সালাফদের লিখিত সিরাতের কিতাবাদি ও বর্তমান সময়কার রচিত সিরাত ও সিরাতবিষয়ক গবেষণাগ্রন্থে এর বর্ণনাকে প্রামাণ্য বর্ণনা হিসেবে উপস্থাপন করা হয়।

সিরাত ইবনে হিশাম নবিজির পূর্ণাঙ্গ ও বিশদ জীবনীগ্রন্থ। এর বিশুদ্ধ ও সাবলীল অনূদিত নুসখা বাংলাভাষী পাঠকের হাতে তুলে দিতে একদল বিজ্ঞ ও অভিজ্ঞ আলিমের তত্ত্বাবধানে অনুবাদের কাজ করা হয়েছে। তাহকিক-তাখরিজ ও টীকা-সংযোজন করে এর গ্রহণযোগ্যতা বিশেষভাবে বৃদ্ধি করা হয়েছে। আশা করি এ প্রচেষ্টা আপনাকে মুগ্ধ করবে এবং আপনার সিরাত অধ্যয়নের যাত্রাকে সুবাসিত করবে।


বইয়ের নাম : সিরাত ইবনে হিশাম

প্রথম থেকে চতুর্থ খণ্ড

প্রকাশনী : সাবাহ পাবলিকেশন

মূল লেখক : আবু মুহাম্মাদ আবদুল মালিক বিন হিশাম আল-মুআফিরি রহ.

অনুবাদ ও সম্পাদনা উপদেষ্টা:

শায়খ আবদুল হালিম নোমানি আল-আযহারি, মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানি

অনুবাদক :

সালমান মুহাম্মাদ, উসতায শারাফাত শরীফ, মাহমুদুল হাসান (সোহাগ), হাবীবুল্লাহ আল-মাহমুদ

সম্পাদক:

উসতায শারাফাত শরীফ, সালমান মুহাম্মাদ, মুতিউল মুরসালিন, উম্মে সাফফানা ইয়াসমিন, দানিয়াল মাহমুদ সাব্বির, আখতারুজ্জামান জুয়েল

মোট পৃষ্ঠাসংখ্যা : ১৫০০

মুদ্রিত মূল্য : চার খণ্ড একত্রে ২৯০০-/

সংগ্রহ করতে কল করুন: ০১৯২৯ ৪৫৬ ৫৪৯

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ