মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

চাঁদপুরের ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তৃতীয় ধাপে প্রার্থীদের সাক্ষাৎকার ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান।

তিনি জানান, গত সোমবার কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জেলা কমিটির কাছে পাঠানো হয়। নির্বাচনী এলাকায় সংগঠনের পক্ষ থেকে সব সময় দাওয়াতি ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, এর আগে কুমিল্লা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা একান্ত সাক্ষাৎ করেন। প্রার্থীদের নির্বাচনী আসনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও স্থানীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রতিটি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।

পাঁচটি আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন — চাঁদপুর-১ (কচুয়া) আসনে উজানীর ক্বারী ইব্রাহিম (রহ.)-এর নাতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মুফতি ওমর ফারুক ইব্রাহিমী, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকী, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ