বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহলে হাদীস যুব সংঘের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শনিবার (৯ আগস্ট ২০২৫) বাদ মাগরিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জিরো পয়েন্ট মসজিদে আহলে হাদীস যুব সংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

কমিটির সভাপতি মনোনীত হন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুদ্দাছির ছাক্বিব সহ সভাপতি  মো আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হেসেন৷

চবি শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুছাদ্দিক বলেন, 'আহলে হাদীস যুব সংঘের হাত ধরে শীঘ্রই দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্ভেজাল তাওহীদের দূগ গড়ে উঠবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আতাউর রহমান খান। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ' 'বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ' নির্ভেজাল তাওহীদের রক্ষক, এটি পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর যথাযথ অনুসরণের পাশাপাশি বিজাতীয় সংস্কৃতি ও মতবাদ ছুড়ে ফেলে পবিত্র কোরআন ও সহীহ হাদিস অনুযায়ী জীবনের প্রতিটি স্তর পরিচালনা করতে শেখায়।

নব মনোনীত সভাপতি মুদ্দাছির ছাক্বিব বলেন, 'শিরক, বিদয়াত ও কুফরী মতবাদের বিপরীতে রাসূলুল্লাহ (স.) এর প্রকৃত সুন্নাহ প্রচার, প্রসার ও বাস্তবায়নের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, একজন মুসলিম হিসেবে আসুন, পবিত্র কোরআন ও সহীহ হাদিসের আলোকে জীবন গড়ি।

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, 'আমরা মানুষকে সেই আদর্শের দিকে আহবান করছি যে আদর্শ মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যায়, আমরা মানুষকে সেই আদর্শের দিকে আহবান করছি যে আদর্শ ইনসাফের কথা বলে, যে আদর্শ আমাদের সদা সত্যের পথে চালিত করে, এটা সেই আদর্শ যে আদর্শের দীক্ষাগুরু শেষ নবী হযরত মুহাম্মাদ (সাঃ)।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ