বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত আলেম, চিন্তাবিদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব ও রাজধানীর জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. প্রণীত ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে রাজনীতি’ শীর্ষক গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর পল্টনের জমিয়ত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।  

জমিয়ত মহাসচিব বলেন, নবীজীর (সা.) রাজনীতি ছিল ইনসাফ, কল্যাণ, দায়িত্ব ও মানবতার ওপর প্রতিষ্ঠিত। এই ধরনের বইগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা বদরুল আলম, মুফতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জামিল আহমদ আনসারী,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী,অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, মুফতি শামসুল ইসলাম জিলানী ও মাওলানা ইবাদুর রহমান কাসেমী প্রমুখ।

অনুষ্ঠানে জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আলেম-উলামা, গবেষক, লেখক ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।  

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন,এ গ্রন্থে নবীজীর রাজনৈতিক কর্মপন্থা, রাষ্ট্রগঠন, শাসনব্যবস্থা ও নেতৃত্বদান পদ্ধতি আলোচনা করা হয়েছে। সমসাময়িক সংকট মোকাবেলায় উম্মাহর সামনে রাসূলুল্লাহর (সা.) রাজনীতির আদর্শিক দৃষ্টান্ত উপস্থাপন করাই উদ্দেশ্য।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ