বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন, কেক না কাটার নির্দেশ উপদেষ্টাদের মধ্যে যারা রাজনীতি করবেন তাদের পদত্যাগ করা উচিৎ: আসিফ মাহমুদ ১৫ আগস্ট ঘিরে ফানুস উড়ানো নিষিদ্ধ করলো পুলিশ ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিতে সতর্ক থাকতে হবে : শামসুজ্জামান দুদু যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ আশুলিয়ায় বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ রাতভর অভিযানে সাদাপাথরে ফেরানো হলো ১২ হাজার ঘনফুট জব্দকৃত পাথর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুমোদনবিহীন কর্মসূচিতে আইনি ব্যবস্থা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই দাবিতে উল্লাপাড়ায় রেলপথও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আটকা পড়ে ৮টি আন্তঃনগর ট্রেন। পরে আজ তারা যমুনা সেতু এলাকায় রেল ও সড়কপথ অবরোধের ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, কয়েক বছর ধরে তারা স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করছেন। ১৯ জানুয়ারি থেকে টানা ১১ দিনের আন্দোলনের পর কর্তৃপক্ষের আশ্বাসে তা স্থগিত করা হয়েছিল। এরপর ৭ মে একনেক সভায় প্রকল্পের ডিপিপির নীতিগত অনুমোদন দেওয়া হলেও কোনো অগ্রগতি হয়নি। ২৪ জুন ও ২৭ জুলাই দুটি একনেক সভার পর ২৬ জুলাই থেকে তারা পুনরায় আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের বক্তব্য, “ক্যাম্পাস বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তারা আরও জানান, দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, “দাবি আদায়ে মহাসড়ক অবরোধের কারণে সেতুর উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করেও কোনো কাজ হচ্ছে না।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ