বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

পোড়া স্থানে কেন বরফ দেওয়া উচিত নয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগুনে পোড়ার ঘটনা ঘটলে অনেকেই তড়িঘড়ি করে বরফ দিতে ছুটে যান। সাধারণ ধারণা হলো, বরফ দিলে ব্যথা ও জ্বালাভাব কমে যাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি বিপজ্জনক ও ক্ষতিকর অভ্যাস। পোড়া স্থানে বরফ দিলে উপকার তো হয়ই না, বরং ত্বকের ক্ষতি আরও বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সুস্পষ্টভাবে জানিয়েছে—পোড়া স্থানে ঠান্ডা পানি প্রয়োগ করতে হবে, কখনোই সরাসরি বরফ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ঠান্ডা ত্বকে আরও ক্ষতি করতে পারে।

কেন বরফ দেওয়া উচিত নয়?

রক্তনালী সংকোচন: বরফের অতিরিক্ত ঠান্ডায় পোড়া স্থানের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এতে আক্রান্ত স্থানে রক্ত প্রবাহ ব্যাহত হয়, ফলে টিস্যু আরও নষ্ট হতে থাকে। এই অবস্থাকে চিকিৎসকেরা বলেন cold-induced injury।

স্নায়ু ক্ষতি: পোড়ার ফলে ত্বকের নিচের স্নায়ুগুলো উন্মুক্ত হয়ে পড়ে। অতিরিক্ত ঠান্ডা প্রয়োগ করলে এসব স্নায়ু আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। সাময়িকভাবে ব্যথা কমে গেলেও স্থায়ীভাবে অনুভূতি হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে।

ত্বকে ফাটল ও সংক্রমণ: বরফ দিয়ে ঘষলে বা সরাসরি দিলে ত্বকে ফাটল ধরতে পারে, যা ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়।

করণীয় কী?

পোড়া স্থানে প্রাথমিকভাবে পরিষ্কার ও ঠান্ডা (তবে বরফ-ঠান্ডা নয়) পানি প্রয়োগ করাই নিরাপদ ও কার্যকর। এরপর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ