জামায়াতে ইসলামীসহ ১০টি দল নিয়ে নির্বাচনী যে ঐক্য হয়েছে সেখানে আছে হাফেজ্জী হুজুর রহ.-এর দল বাংলাদেশ খেলাফত আন্দোলনও। জোটের পক্ষ থেকে কোনো আসনে ছাড় না পেলেও দলটির আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীসহ আটটি আসনে বটগাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির নেতারা।
শুক্রবার (২৩ জানুয়ারি) খেলাফত আন্দোলন সূত্রে এই তথ্য জানা গেছে।
খেলাফত আন্দোলনের প্রার্থীরা হলেন-
মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী (আমির) : ঢাকা-৭
আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী : নারায়ণগঞ্জ-৩
মাওলানা তাওহিদুজ্জামান : ঢাকা-১৬
মাওলানা মাহমুদুল হাসান : শরীয়তপুর-২
মাওলানা আনোয়ারুল্লাহ ভূঁইয়া : ফেনী-১
মাওলানা গাজী আব্দুর রহিম : নেত্রকোনা-২
আবুল হোসাইন ফারুক : ফেনী-২
অ্যাডভোকেট খালিদুজ্জামান খালেদ পাটোয়ারী : ফেনী-৩
আরএইচ/